অনাকাঙ্ক্ষিত
বিষ্ণু সাহা
আমি অবারিত ঢেউ, অনাকাঙ্ক্ষিত কেউ
আমি তোমাদের নই
আমি তোমাদের নই
আমি ভেসে এসেছি নিকষ কালো আঁধারের পাশ থেকে
ফেলে এসেছি দুটি পথ যা দুটো দিকে গেছে বেঁকে
বৃষ্টির জল ফোঁটায় ফোঁটায় জমা হয়ে আছে।
আমি দূরের ওই ল্যাম্পপোস্ট
দাঁড়িয়ে থাকি নিজের মত
পাশে নেই কেউ আলো হয়ে
বিশাল আকাশের মতো একা
ঠিক যেনো তাই হারিয়ে যাই
ক্ষীণ হয়ে আসা দূরত্বের সীমারেখায়।
আমি দূরের ওই মিটমিট করে জ্বলা তারা
দিনের আলোয় খোঁজে না কেউ
রাখে না খবর অবসরের সন্ধ্যারা
যোজন দূরের পথের মাঝে
তীব্র এমন না পাওয়া ইচ্ছেরা।
আমি সীমান্ত জোড়া নিভু নিভু এক আলো
তেজ নেই তবু ফিকে হয়ে আসা গোধূলির রং
জোড়াতালি দেওয়া বার্নিশ করা
আসমুদ্রহিমাচল ফাঁকা পড়ে আছে, দূর থেকে বাসি ভালো।
আমি তীর ভাঙা এক থেমে যাওয়া ক্লান্ত নদী
হবো অশান্ত ছুটে চলা জলধারা
খরস্রোতার পরশ পাই যদি।
আমি জমে থাকা ওই কালো কালো মেঘ
বৃষ্টি হবো প্রলয় পাই যদি।
পূর্ণ হবো শূন্য থেকে তোমায় পাই যদি।
আমি অবারিত ঢেউ
আমি অনাকাঙ্ক্ষিত কেউ
আমি তোমাদের নই
আমি তোমাদের নই।
তারিখ: জুন ১৮, ২০২৪



AstuteHorse