আঁধারের গান

 বুকের উঠোনে ঘনকালো সন্ধ্যা নামে

আকাশ জুড়ে তারার মেলা বসে,

তবুও উঠোন আলোকিত হয় না।

তুলসি তলায় মঙ্গল দীপ জ্বলে না।

শ্যাওলার আস্তরণে হেঁটে বেড়ানো

ডাহুকী মায়ের কান্নায় বাতাস ভারী হয়,

ঢোঁড়া সাপের মত কলমিলতা জলে ভাসে

শুক্লপক্ষের চাঁদের ছায়া পড়ে রাত আরও

গাঢ় হয়।

শিশিরের শব্দের মত হীরকদ্যুতি ছড়িয়ে

টুপটাপ ঝরে পড়ে জ্যোৎস্নার আলো।

ভাঁটফুল ভুল করে সুরভী ছড়ায় উজাড়

করে

বাতাসে ভেসে বেড়ায় সুবাস তার।

দাওয়ায় বসে রাত্রি যাপন করি

মনের কোণে লুকানো বিষন্নতা উবে যায়

আমি চাতকের মত রাতের সৌন্দর্য দেখি।

রাতের এমন নয়নকাড়া রূপ আগে

দেখিনি

আমার ঘোর লাগে শুধু…

তারিখ: নভেম্বর ৯, ২০২১

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse