আজার বজর ধুরি, ইদু আগং মুই
অমৃক খীসা
মূল ভাষাঃ চাকমা
আজার বজর ধুরি, ইদু আগং মুই।
রাধামন ধনপুদি, শীবচরণ চান্দোবি,
বেগে মিলি আগি ইদু, আজার বজর ধুরি।
মোন আগাত বেল উদে, হাল্লং বুক্কং পিদত মুই।
হবাল ঘামান থেংঅত ফিল্লং, জুমান হাপ্পং মুই।
আজার বজর ধুরি, ইদু আগং পুরি।
আজার বজর ধুরি, ইদু আগং মুই।
রাধামন ধনপুদি, শীবচরণ চান্দোবি,
বেগে মিলি আগি ইদু, আজার বজর ধুরি।
রাধামন সরাই ইজে, ধনপুদি সেজগাই,
চান্দোবি বেন বুনে, শীবচরণ হলং দারাই।
আজার বজর ধুরি, ইদু আগং পুরি।
আজার বজর ধুরি ইদু আগং পুরি।
আজার বজর ধুরি, ইদু আগং মুই।
রাধামন ধনপুদি, শীবচরণ চান্দোবি,
বেগে মিলি আগি ইদু, আজার বজর ধুরি।
বাংলা ভাষান্তর: অমৃক খীসা
হাজার বছর ধরে এখানে আছি আমি
রাধমন ধনপুদি শিবচরণ চান্দোবি
সবাই মিলে আছে এখানে হাজার বছর ধরে
পাহাড়ের চূড়ায় সূর্য উঠে বাঁশের ঝুড়ি পিঠে আমি
কপালের ঘাম পায়ে ফেলে জুম কেটেছি আমি
হাজার বছর ধরে এখানে আছি পড়ে
হাজার বছর ধরে এখানে আছি আমি
রাধামন ধনপুদি শিবচরণ চান্দোবি
সবাই মিলে আছে এখানে হাজার বছর ধরে
রাধামন ছড়া সেচে ধনপুদি গুনগুনায়
চান্দোবি কাপড় বুনে শিবচরন কাব্য লিখে
হাজার বছর ধরে এখানে আছি পড়ে
হাজার বছর ধরে এখানে আছি পড়ে
হাজার বছর ধরে এখানে আছি আমি
রাধামন ধনপুদি শিবচরণ চান্দোবি
সবাই মিলে আছে এখানে হাজার বছর ধরে
পাদটিকা:
১. রাধামন, ধনপুদি, চান্দোবি, শিবচরণ—এরা চাকমা জাতির জনপ্রিয় লোককথা ও পালাগানের চরিত্র। এসব গল্প ও গান প্রাচীনকাল থেকে সমাজে প্রচলিত, যেখানে প্রেম, ত্যাগ, দুঃখ ও ন্যায়বিচারের গল্প বলা হয়। এই চরিত্রগুলোর গল্প মূলত প্রেম, বিচ্ছেদ, ত্যাগ ও সমাজের কঠোর বাস্তবতার প্রতিফলন। চাকমা সংস্কৃতিতে এসব পালা ও গান প্রজন্ম থেকে প্রজন্মে প্রচলিত আছে।
২. রাধামন ও ধনপুদি – রাধামন ও ধনপুদি একে অপরকে ভালোবাসত, কিন্তু ভাগ্যের কারণে তারা এক হতে পারেনি। তাদের কষ্ট ও ভালোবাসার কাহিনী চাকমা পালায় গুরুত্ব পায়।
৩. চান্দোবি – চান্দোবি আরেক প্রেমিকা। তার জীবনেও দুঃখ ও প্রতিকূলতা ছিল।
৪. শিবচরণ – শিবচরণ এক বিশ্বস্ত চরিত্র, যার ভাগ্য ও প্রতিশ্রুতির গল্প চাকমা লোকসংস্কৃতির অংশ।
তারিখ: ফেব্রুয়ারি ২৮, ২০২৫



AstuteHorse