আমাদের কারণে

মূল: এমিলি ব্যারি

 

আজ সকালে ইংরেজি গজ শব্দটা শিখলাম

(নিপুণ করে বোনা মেডিকেল ব্যান্ডেজ)

এর উৎস আরবী শব্দ ঘাজ্জা

কারণ গাজাবাসী শত বছর ধরে বুননে পটু

.

তখন আমি বিস্মিত হয়ে ভাবলাম

.

আমাদের কত যে জখম

সেরে উঠেছে

তাদের কারণে

.

আর তাদের কত না জখম

জখমই থেকে গেল

আমাদের কারণে

 

 

তারিখ: জুন ১৭, ২০২৪

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse