আমাদের কারণে
মাজহার জীবন
মূল: এমিলি ব্যারি
আজ সকালে ইংরেজি গজ শব্দটা শিখলাম
(নিপুণ করে বোনা মেডিকেল ব্যান্ডেজ)
এর উৎস আরবী শব্দ ঘাজ্জা
কারণ গাজাবাসী শত বছর ধরে বুননে পটু
.
তখন আমি বিস্মিত হয়ে ভাবলাম
.
আমাদের কত যে জখম
সেরে উঠেছে
তাদের কারণে
.
আর তাদের কত না জখম
জখমই থেকে গেল
আমাদের কারণে
তারিখ: জুন ১৭, ২০২৪



AstuteHorse