আমাদের দেখা হবে
মামুন আব্দুল্লাহ
তোমার ক্যানভাসে যদি ঠাঁই পাই
কঙ্কালটুকু যত্নে রেখো।
সময়ের উগরে ফেলা কবিতার ক্ষত
সারিয়ে তোলো তুলির আঁচড়ে।
আবার দেখা হবে
তোমার হাতে প্ল্যাকার্ড,
আমার মাথায় রাষ্ট্রের বাড়তি মেদ!
স্লোগানে স্লোগানে, উত্তপ্ত গলা
শাখারী পল্লীর ঝনঝন,
কামারের হাতুড়ি, হাপর,
কৃষকের কাস্তে, কোদাল,
শ্রমিকের গাইতি, হাতুড়ি,
জেলের জাল, নৌকা, উড়ন্ত বাদাম,
ঐকতান।
যেমন করে ধীরে ধীরে, আরশে পৌঁছে যেতো
আমাদের আহ্বান।
বলতাম
“একটাই যুক্তি
আমরা চাই মুক্তি।”
তারিখ: নভেম্বর ৯, ২০২১



AstuteHorse