আমার অন্তিম মুহূর্ত —
সাকি হোসেন
কল্পনা করতে,
এক প্রভাতে বিছানা ছেড়ে
লম্বা হয়ে শুয়েছিলাম মেঝেতে।
দল বেঁধে ওরা আসলো।
দুজন আমার পাদ্বয় এক করে
প্রকাণ্ড রশি দিয়ে দিলো বেঁধে।
দুজন বাঁধলো শরীরসমেত দুহাত।
আমার এতো বছরের এতো আদরের
শরীরের উপর চড়ে বসতে লাগলো ওরা।
দুজন চেপে ধরলো পা, হাঁটু।
দুজন ধরলো কোমড়, বুক।
এক অতিকায় মানব আমার মাথা ধরলো ঠেসে।
গলার মাঝে একটুখানি ফাঁকা রেখে
দুপাশ থেকে দুজন ধরলো অতিশয় চেপে।
হঠাৎ দেখি সেই ফাঁকা জায়গা বরাবর
উদ্যত এক তলোয়ার।
আমার দুচোখ বড় থেকে বড়তর হতে থাকলো।
আমি দিকবিদিক কাঁপিয়ে চিৎকার করে বলতে চাইলাম –
খামোশ।
কিন্তু আমার কণ্ঠনালী ওরা রোধ করেছিলো।
এপাশ ওপাশ করতে করতে
আমাকে প্রায় ছিন্ন করে দিলো।
আমার রক্ত আমার ফিনকি হয়ে
এক লোহিত সাগরের জন্ম দিয়ে
এদিক ওদিক গড়িয়ে এলোমেলো
আমার দুচোখ ডুবিয়ে দিয়ে গেলো।
কল্পনাতেই এতো ব্যাথা
আমার ছিলো অজানা।
আমি কল্পনার মেঝে ছেড়ে
আরামদায়ক বিছানায় এলাম ফিরে।
(পৃথিবীর সকল নিরীহ প্রাণীর চরণতলে)
তারিখ: মে ৩১, ২০২৩



AstuteHorse