আমার চাওয়া
রুমানা পারভীন রনি
খুব কি বেশি চাহিদা ছিলো আমার?
পাতে দু’মুঠো ডালভাত,
রাতে বুকের খোলা জমিন,
আর ভালোবাসায় বাঁধা হাত।
পোড়া ঠোঁটের তীব্র চুম্বন বোঝ?
জানো এক কাপে যুগল চুমুকের রীতি?
চাঁদের আলোর স্নিগ্ধ স্নাত রাতে
বোঝ এলোচুলে নাক ডুবিয়ে দেয়া?
এসব কিছু খুব কি বেশি চাওয়া?
ব্যাকুল মনের এমন আসা যাওয়া?
সত্যি বলো পারবে না গো তুমি
পারবে না গো হ্যাঁচকা টেনে নিতে?
ক্ষণিক তুমি আমার হয়েই দেখ
স্বর্গ যেন ঠিক তোমারি হাতে।
স্পর্শ থেকে অলংকরণ ঝেড়ে
গা ভেজাবো বর্ষা চাঁদের রাতে।
তারিখ: নভেম্বর ৯, ২০২১



AstuteHorse