ইং বাং হিং
জান্নাতুল বাকী মুমু
আমি একটি জটিল রোগে সাফার করছি (সরি, ভুগছি!)
প্রপার ট্রিটমেন্ট করিয়ে ফেইলর হয়েছি,
তাই সঠিক চিকিৎসায় সুস্থ্য হতে চাই!
আমি জাতে বাঙালি, বাংলা আমার ভাষা,
বাঙালিত্ব আমার সংস্কৃতি,
এ জীবনাচার, কৃষ্টি আমার অহংকার।
বাংলাদেশ আমার মা,
বাংলাভাষাই আমার মাতৃভাষা।
ভাষাপ্রধান ভুখন্ডে আমার জন্ম,
তাই আমি বাঙালি।
২১শে ফেব্রুয়ারি এলেই আমি কেঁদে ফেলি,
মুখে অনেক মর্মস্পর্শি শব্দ ফোটাই,
অন্যকে বোঝাতে চেষ্টা করি
আমার ভাষাপ্রেম, দেশপ্রেম, জাতিপ্রেম।
সর্বোপরি আমি বোঝাতে চেষ্টা করি
এ-ভুখন্ড, এ-জাতি, এ-ভাষা, এ-কৃষ্টি
আমি প্রাণউজাড় করে ভালবাসি এবং
আমি একাই যেন সবকিছু বাস্তবায়ন করে ফেলি,
কাজে নয় কথায়।
এ কি আমার করণীয়?
এ কি আমার সত্ত্বার সত্য?
আসলে এর আড়ালে লুকিয়ে আছে
এক অজ্ঞতা, এক প্রতারণা, এক ভন্ড রূপ।
আমি আমাকে নিয়ে দুঃখ পাই –
যখন আমি সর্বস্তরে বাংলাভাষা ব্যবহার না করে ইউজ করি,
আমি দুঃখ পাই যখন আমি দুঃখিত না হলে সরি হই,
যখন আমি ক্ষমার বদলে এস্কিউজ,
নিয়োগের ক্ষেত্রে এ্যাপয়েন্ট, কাজের বদলে ওয়ার্ক,
দেখার বদলে সি, দৃশ্যের বদলে শো,
পরিদর্শনে ভিজিট, সভাস্থলে মিটিং করি,
ভোজের বেলায় লাঞ্চ, গাড়ির জায়গায় কার,
নামফলকে নেইম প্লেট, বিজ্ঞাপনে এ্যাড,
বিজ্ঞাপন-ফলকে সাইনবোর্ড,
যাত্রায় জার্নি, কষ্টে হার্ড,
ব্যস্ততায় হই বিজি, সহজে হই ইজি,
শূন্যতায় থাকি এমপটি, দুশ্চিন্তায় পড়ি টেনশনে।
এমনি করে বাংলার চা-পাতা পেয়ালায় না গুলিয়ে
গ্রীন-টি’র নিষ্পয়োজনীয় শব্দ-কাপে মিকচার করে কন্টিনিউ ড্রিংক করি,
নাচতে গিয়ে ড্যান্স করি, হাসতে গিয়ে লাফ,
ভালবাসার বদলে করি লাভ, ভাঁজায় করি ফ্রাই
চেষ্টায় করি ট্রাই, কান্নায় করি ক্রাই,
মাকে পাল্টে দিয়ে ম্যাম্মি,
বাবাকে ভুলে ড্যাডি বানিয়ে অপরিচিত হয়ে যাই।
নির্বাচনের করি ইলেকশন,
গানের মঞ্চে সং করি,
বাংলার মিষ্টির বদলে খাই সুইট,
ফলে মিষ্টিতে আর মিষ্টির স্বাদ থাকে না,
থাকে অনলি সুইটের টেষ্ট।
এমনিভাবে আমাকে আমি হারিয়ে ফেলে মিস করি,
তাইতো বিষ্মিত হওয়ার জায়গায় আপসেট হই।
সর্বশেষ আমি হৃদস্পন্দনের পরিবের্ত হার্টফেল করে
মৃত্যুর বদলে ডেড হই এবং
আমি আমার দেশ-জাতি-ভাষা-কৃষ্টি ধ্বংস করেই ক্ষান্ত নই-
আগামী প্রজন্মকেও অনিশ্চিত ইতিহাসের পঙ্কিলে ডুবিয়ে যাই ।
আচ্ছা বলুন তো
আমার এই দুঃখ থেকে সেভ না হয়ে
বাচাঁর উপায় কি?
উত্তর: বিদেশি মেডিসিন খাওয়ার পরিবর্তে
দেশি ঔষধ সেবন করতে হবে
সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হলে
হৃদয়ের মাঝে বাংলায় বীজ বপন করতে হবে।
ল্যাংগুয়েজ ত্যাগ করে
ভালোবেসে বাংলাভাষা শিখতে হবে।
তারিখ: ফেব্রুয়ারি ২৪, ২০২৫



AstuteHorse