উষ্ণতা অথবা কৌতূহল
রাকেশ সিকদার
হুম। উষ্ণতা যদি হয় জীবনের লক্ষণ-
তবে তো ভাল – বেঁচেই আছি।
কিন্তু, কাঠের টেবিলের সেই কালো বিড়ালটা
কিংবা মা’র হাত থেকে পড়ে যাওয়া কাঁসার থালা?
বাদই না হয় দিলাম ওসব! শুধু শুধু ভয়!
আবার দেখি সেই দোর খোলে- ধীরে
ভিতরে কেমন অন্ধকার- দেখবো নাকি এগিয়ে?
এ কি! পা ধরে আমায় টানছে কে !
তারিখ: নভেম্বর ৯, ২০২১



AstuteHorse