এন্টিথিসিস
হাবিবুর রহমান
[নির্মলেন্দু বাবু, রাগ করবেন না কিন্তু!]
বিংশ শতাব্দীতে পুরুষ নারীকে ভালবাসার দায় থেকে মুক্তি দিয়েছে,
নারী হয়েছে পণ্যের অধম, পুরুষ আরও তুচ্ছ করেছে নারীকে,
পুরুষ আর দরদ দিয়ে ভালবাসে না তাকে,
পুরুষ ভাবে না নারীরও স্বপ্ন-সাধ আছে,
মনের গভীরে, ঘরের কোণে কিংবা
শরীরের প্রকোষ্ঠে নারীর যন্ত্রণা আছে,
পুরুষ জানতে চায় না সে গল্প – বেশি কিংবা অল্প,
নারী চায় না পুরুষ সন্তান লালন করুক,
নারী চায় না পুরুষ রান্নাঘরে খেটে মরুক,
কিংবা বাজারে ঘর্মাক্ত হোক, সন্তানের স্কুল-কোচিংয়ের ফেরারী সঙ্গী হোক,
নারী চায় না পুরুষ বার্গার-বিরিয়ানি বা রেস্তোরাঁয় ট্রিট দিয়ে তাকে ভালবাসুক,
দামী ফোন কিংবা কক্সবাজারে ভ্রমণ দিয়ে তার মন কিনুক,
নারী চায় না ময়না-জান-কলিজা বা বেইবি বলে তার অভিমান ভাঙাক,
নারী চায় তার মনটা মানুষ হয়ে পুরুষ বুঝুক,
নারীকে মানুষ ভেবেই তবে বুঝুক,
আদর-যত্ন-আদিখ্যেতায় নয়, নারীকে সে বলুক,
তুমি তোমার মত করে বাঁচতে পারছ তো?
শ্বাস নিতে পারছ তো? স্বাধীন থাকছ তো নিত্যদিন?
তোমার শক্তি নিয়ে তুমিও কি চাও
নিজের অস্তিত্ব সাজাতে?
তুমিও কি চাও সার্বভৌম বাঁচতে,
কিংবা পুরনো স্বপ্ন নিয়ে কিছু করে দেখাতে?
কাজের ভাগ নিয়ে নয়, কষ্টের দায় নিয়ে নয়,
অতশত প্রাপ্তিতে নয়, হীরে-জহরতে নয়,
একটা পুরুষ তাকে শুধু বলুক:
তোমার স্বপ্ন-স্বাধীনতা-সাধ-সিদ্ধান্ত কেন বিলীন হবে?
তোমায় কেন আমার শর্তে বাঁচতে হবে?
তারিখ: নভেম্বর ৮, ২০২১



AstuteHorse