কথোপকথন

‘কেমন আছেন?’

 

সব ফেরেস্তার মাঝে

এক শয়তান হয়ে দাঁড়িয়ে আছি।

 

‘ভয় হয়না এভাবে উত্তর দিতে?’

 

না, ভয় কেনো ?

এতো আর ‘সঠিক উত্তরে টিক দাও’ পরীক্ষা না,

আর ভয়কে জয় করেই

তো শয়তান হয়।

 

‘তা ফেরেস্তার দেশে শয়তান হয়ে দিন কাটে কিভাবে?’

‘ইনকাম?’

 

সে এক মজার ব্যাপার

ফেরেস্তারা সবাই আমাকে দেখতে আসে।

প্রথমে ভাবতাম আমি বুঝি চিড়িয়াখানার জন্তু

তাই ওঁরা ছেলে-মেয়ে নিয়ে ছুটির দিনে দেখতে আসে।

 

ওমা, পরে দেখি, ঘটনা তা নয়।

তারা আমার কাছে বুদ্ধি নিতে আসে

বলে, কোন জগতে বলে মানুষ নামের এক প্রাণী আছে

তাদের শয়তানিতে

ফেরেস্তারা ক্লান্ত।

জানতে চায় আমার কাছে –

“ওঁদের কিভাবে পথে ফেরানো যায়?”

আবার বলে, “তুমি তো বহু দিনের শয়তান, তুমি আমাদের উদ্ধার করো।”

আমিও গম্ভীর মুখে প্রতিদিন এক কথা বলি,

“কাজ শক্ত, একটা খাম রেখে যাও

চিন্তা করে দেখি।”

 

কী বোকা, ওঁরা রেখে যায়।

এভাবেই চলছে রোজগার

মানুষ যতদিন শয়তান

ততদিন আমি বেঁচে থাকবো

মহা সুখে।

 

তাই চাই মানুষ শয়তান থাকুক,

আর আমিও  ভালো থাকি।

তারিখ: জুলাই ৭, ২০২৪

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse