ঘূর্ণন
সাম্যসাথী ভৌমিক
শরীরে মারণ রোগ—
বেঁচে আছি রোজনামচায়।
বিধ্বস্ত দালান। অভ্যন্তরে গুটিকয় প্রাণ। যথেষ্ট নিস্তেজ।
মৃত্যুর সময় গুনে দিন কেটে যায়।
চারিদিকে লাল লাল অবাক বিস্ময়
যন্ত্রদানব ঘাড় তুলে দেখে, পোষাবে কি ডিজেল খরচ?
কীভাবে দালান কেটে মুক্ত হবে ভয়?
ওদিকে বাঁচার তাগিদ, গল্পের শেষটা জানে তো সবাই;
তবু বেঁচে থাকে মন, টিকে থাকে অপ্রস্তুত যৌবন
অর্ধমৃত জেনে যায় আগাম সংবাদ, টেনে নেয় প্রাণ
ততটুকু, যেটুকু নিশ্চিত করে পৃথিবীর ঘূর্ণন—
তারিখ: নভেম্বর ৯, ২০২১



AstuteHorse