চরিত্র
রোহিনী জাকারিয়া
সমাজে যদি থাকে কোন বিদ্বান
সবাই তারে করে সম্মান।
যখন বিপদ দেয় হানা
সবাই যায় তাঁর কাছে
না যেয়ে থানা।
বিদ্বানের অমূল্য কথা, সবাই মানে
এমনকি দেশের মাথা।
বিদ্বানের উক্তি
থাকে অনেক যুক্তি;
পিতা-মাতা চায়, সন্তান যেন হয়
এমনই এক ব্যক্তি।
সবাই জানে, বিদ্বানের মন
মানুষের উপকারে নিয়োজিত সারাক্ষণ।
সেইতো করবে দেশকে উদ্ধার,
দেশের প্রয়োজনে আসবে বেশে যোদ্ধার।
কিন্তু বিদ্বানের চরিত্র
কতখানি পবিত্র?
কখনো কি ভেবেছ?
না শুনেই ক্ষেপেছ?
বিদ্বানের উপর সব ছেড়ে
নাক ডাকছ খুব জোরে।
বিশ্বাস করেছ যারে,
সেই ধোঁকা দিলো তোমারে।
যার চরিত্র নিয়ে কোনই ধারণা নেই তোমার
তাকেই দিলে সবকিছুর দায়িত্বভার।
হয়তোবা শুনেছ, হয়তোবা শোনোনি,
শোনাবো আমি তোমাদের এক বাণী।
সর্প মস্তকে থাকে মূল্যবান মণি
জীবন হবে ধন্য যদি পাও এ খনি।
মনি উদ্ধারে রয়েছে প্রাণ ভয়
কেউ পারেনি করতে একে জয়।
মণির চেয়ে প্রাণের মূল্য অনেক বেশি;
চলে গেলে একবার প্রাণ
পাবে নাকি রাশি রাশি?
চরিত্র হল প্রাণ,
চলে গেলে একবার
পাবে না ফিরে ডেকে বান।
“সৎসঙ্গে স্বর্গবাস
অসৎসঙ্গে সর্বনাশ” –
মেনে এ উক্তি
পাবে তুমি মুক্তি।
বিশ্বাস করো না
দেখে বিদ্বান মানব;
পরখ করে দেখ,
সে সৎ, নাকি দানব?
সৎ চরিত্র নিয়ে বেরিয়ে পর জ্ঞান অন্বেষণে
জীবন হোক সুন্দর আর ভরে উঠুক কল্যাণে।
সাফল্যের সোনার হরিণ ছুটবে তোমার পিছে,
জীবনের এ প্রয়াস হবে নাকো মিছে।
তারিখ: জুলাই ৭, ২০২৪