চলমান (অ)কবিতা

মানবতাবাদী সমাজবাদী পরিবেশবাদী নারীবাদী

জাতীয়তাবাদী বর্ণবাদবিরোধী

উপনিবেশবিরোধী ইউরোপকেন্দ্রবাদবিরোধী মস্ত মানব,

তোমাকে বলছি ।

 

তুমি যুক্তিবাদী

ন্যায়বাদী আধুনিক প্রাণী

তাই তোমার কাছেই জিজ্ঞাসা;

 

তোমার জ্ঞানভরা এই নীরবতা

সীমারের বুকের মত

কাহাফের খিলানের মত।

 

কেন?

 

দুনিয়ার যেকোনো প্রান্তে আগ্রাসন যখন হয়,

ঘর-বাড়ি বিদ্যালয় হাসপাতাল জ্বলে পুড়ে ছারখার হয়,

বোমার আঘাতে উড়ে যায় মানব কলিজা

বিচ্ছিন্ন হয় শিশুর ছোট্ট দেহ

গুলিতে ছিড়ে যায় গর্ভবতী মায়ের পেট,

তখনো তুমি চুপচাপ থাকো, কোন সাড়াশব্দ নেই

নেই কোন প্রতিক্রিয়া গণকান্না যাত্রা।

 

তুমি কিসের অপেক্ষা করছো?

কোন এক সংখ্যার, যুক্তির নাকি শক্ত হাতের ইশারার?

আর কত কানফাটা শব্দ প্রয়োজন তোমার?

আর কত বুকফাটা আর্তনাদ শুনতে চাও?

তারিখ: জুন ১৮, ২০২৪

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse