চিরায়ত নিঃসঙ্গতা

দুইটি কবর হোক যতো কাছাকাছি

তারাও পৃথক, যেমন পৃথক দু’টি—

বহুদূরগামী সমান্তরাল রেখা;

জীবিত মানুষ, সেও তো এক চলমান কবর

পৃথিবীতে মুনাই কেউই কারো নয়—

আমরা সবাই যে যার মতন একা।

 

২৪.০৭.২০২১

তারিখ: নভেম্বর ৮, ২০২১

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse