ছায়াদের ছিঁড়ে যাওয়ার গল্প আবহমান

ছায়াদের ছিঁড়ে যেতে দেখেছ? দেখনি খুব

সম্ভবত; কোনো উতল উপমায় অথবা

রুদ্র রুপকে ছায়াদের ছিঁড়ে যাওয়া আঁটে

 

না, আঁটানো যায় না; হতে পারে তুমি পিকাসো

কিংবা জয়নুল – তোমার লুব্ধ আঙুল তবু কিছুতেই

ছেঁড়া ছায়াদের গল্প শোনাতে পারবে না;

 

ছায়ারা ছিঁড়ে গেলে পৃথিবীর তাবৎ রঙ

বেরঙ হয়ে যায়; বিন্দু হয় বন্ধ্যা, ওর জঠর

থেকে জন্মায় না কোনো অকপট রেখা,

 

এমনকি কোনো ভীরু রেখাও নয়; তবে আবারও,

কোনো অবসরে সমুদ্রস্নানে গেলে দেখো

চেষ্টা করে সৈকতে পড়ে থাকা ঝিনুকের

 

ভাঙা খোল ছিঁড়ে যাওয়া ছায়াদের অতল কান্না

শোনালেও শোনাতে পারে সন্ধ্যার নিঝুম আঁধারে।

 

Image courtesy: Kamaluddin Nilu

তারিখ: জুলাই ৭, ২০২৪

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse