জানালা

 

সকল চোখই অন্ধ ভীষণ

কান্না জলে, একলা বলে

 

একলা পুরুষ একলা নারী

একলা পড়ে একলা বাড়ি

ঘরের সাথে ঘরের কথা, এটাই সমাচার

একলা খেয়ে একলা আঁচাই

ধৌত জলে তৃষ্ণা মেটাই

নিজের সাথে নিজের আলাপ, এটাই উপহার

জানলা খুলে দিবি?

নূতন বাতাস ঘর ভরাবে বদ্ধ বায়ু ঠেলে

এমনিভাবেই অচিন মানুষ আপন হয়ে মেলে

 

এখন কান্না বাক্সবন্দি

ফুঁপিয়ে ওঠে পটের বিবি, সন্ধ্যা প্রদীপ জ্বেলে

এক পৃথিবী স্ক্রিনের উপর

এক পৃথিবী মনের ভেতর

দুই পৃথিবী একলা তবু

একলা দুটো হাতের মত

 

 

এই সিরিয়াল সদ্য রিলিজ, চরিত্র সব নবাগত

এরপরে কি নূতন কিছু?

হলেই বা কি? মানিয়ে নেবে সদ্যোজাত

খেলনা হাতে আদর খাবে কলের পুতুল

দুধ পড়বে ঝরনা থেকে বোতলজাত

অভাব কীসের?

আমিই শুধু মরছি খুঁজে একটি নয়ন

একটি ফোঁটা জলের মত

 

তারিখ: নভেম্বর ৯, ২০২১

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse