তবুও জেগে উঠি
মোহাম্মদ নুরুল ইসলাম
মূল কবিঃ মায়া এঞ্জেলো, মার্কিন নারীবাদী কবি
তোমার তিক্ত অবিরাম বানোয়াট মিথ্যায়
আমাকে চাপা দিতে পারো ইতিহাসে,
মাড়াতে পারো জুতোর নোংরা ময়লায়
তবুও ধুলোর মত আমি জেগে উঠবো।
আমার চপলতা তোমাকে বিব্রত করে?
কেন থাকো তুমি বিষন্নতার ঘোমটা পরে?
কারণ আমি এমন খুশিতে হাটি
যেন তেলের ফোয়ারা বিদীর্ণ করেছে আমার ঘরের মাটি।
এক ঝাঁক চাঁদের মত, সু্র্যের ফালিরা যত,
জোয়ারের নিশ্চয়তার মত,
আশা জ্বলে উঠার মত,
আমি ও জেগে উঠবো।
আমাকে ভাঙ্গা, তোমার বাসনা ছিল কোনকালে?
আনত মাথা,দমিত চোখ দেখতে চেয়েছিলে ?
কাঁধগুলো ঝরছে যেন খণ্ড অশ্রুজল
আত্মা মেশানো কান্নায় পুড়েছে আমার বল।
অবিনয়ী আমি তোমাকে আঘাত করি?
তুমি কি খুব কষ্ট পাও,
যখন আমি অট্টহাসিতে ফেটে পড়ি
যেন স্বর্ণের খনি পেয়েছি আমার আঙ্গিনায়।
তোমার শব্দে আমাকে গুলি করতে পারো,
তোমার চোখে করতে পারো টুকরো টুকরো,
উত্তপ্ত ঘৃণায় করতে পারো শ্বাসরুদ্ধ,
অনিরুদ্ধ বাতাসের মত তবুও আমি জেগে উঠবো।
আমার আবেদনময়ীতা তোমাকে অস্থির করে তোলে?
আমাকে নাচতে দেখে হতবাক তুমি,
মনে হয় হীরা পেয়ে গেছি
আমার উরুর মোহনায়?
তোমাদের নির্লজ্জ ইতিহাসের বস্তি পেরিয়ে
আমি জেগে উঠি,
যন্ত্রনায় ডোবা সেই অতীত মাড়িয়ে
আমি জেগে উঠি,
কালো সমুদ্রের মূর্তি আমি এক,
ফুলে ফেঁপে গর্জে উঠি
জোয়ার অবিনাশী।
পেছনে ফেলে শত যমরাত
আমি জেগে উঠি,
কোন এক বিস্ময় সকালে
আমি জেগে উঠি,
সকল অতীতের উপহার হাতে আমি,
আমি স্বপ্ন, আমি কল্পনা,
আমি হতভাগা দাসের বাসনা।
আমি জেগে উঠি,
আমি জেগে উঠি,
আমি জেগে উঠি।
তারিখ: মে ৮, ২০২৩



AstuteHorse