তোমারে আমি যা দিতে পারি

আমার কাছে কী চাও

কোন দরদে আমার গায়ে মাথা থোয়

আমার ঠ্যাঙা হাতে উল্কি আঁকো

আমার নখে জমা কালা কালা দাগ

রুটিন কইরা ঘষতে থাকো

চিরুনি ধরে কচি পাতো রুয়ার মতো

আমার আউলা চুল গোছানোর

ধৈর্য তুমি পাও কেমনে!

কেমনে আমারে তুমি জাপ্টায়ে ধরো,

মাসুম শিশুর লাহান!

ঠোঁটখানা কপালে রাইখে

নিয়ম করে চাঁদ আঁকো

কেম্নে তোমার ভেতরে আমারে গাঁইথে রাখো…

 

জুতোর তলা ক্ষয় কইরা

বেহুদা বেসাতি নিয়ে

রোজ রোজ তোমার দ্বারে আসি

ভাঙা রাস্তার ইট সুড়কি,

ছাল ওঠা বাসের ড্যাপসা রঙ,

রক্তচোখের মাথা নিচু ঝিমানি,

হরেক রকম গোঙানি;

তল পেট থিকা উঠে আসা

এক একেকটা চিল্লানি

নিয়ে তোমার কাছে ফিরি

 

তোমারে আমি কী দেবো কও…

তোমারে আমি কী দিতে পারি!

ঘরের চৌকাঠ পেরুলেই

আমি যে দেউলিয়া হয়ে যাই।

তারিখ: ফেব্রুয়ারি ২৫, ২০২৫

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse