দূরত্ব
সাম্যসাথী ভৌমিক
দূরত্ব তেমন কিছু নয়
অনেক পৃথক হয়েও বহু দূর হেঁটে যাওয়া যায়
দিগন্ত ছুঁতে হবে, কে বলেছে তোকে?
আকাশে ভাসার পরও ফুরায় কি পথ?
জন্ম নেয় নূতন সড়ক, জন্ম নেয় নুতন দৃশ্যপট
দূর থেকে শঙ্কা তো হয়
হাঁটতে হাঁটতে আসে জল, আসে হাওয়া
ঢুকে যায় প্রাণ শিরায় শিরায়
রক্তে জন্ম নেয় ছায়া, ছায়ার পেছনে আছে কে ও
আমি তার হাত ধরে হাঁটি, আমাকে আপন ভেবে সে ও
চোখেরও দূরত্ব আছে, কানেরও দূরত্ব আছে নিজেদের মাঝে
তাই বলে, পর বলা যায়?
দূরে আছি দূরে আছি বলে, মিছেই দুঃখ পাস
মিছে সে কষ্ট পায়
দূরত্ব তেমন কিছু নয়
আমরা ক্লান্ত নই, আমাদের পায়ে পায়ে ক্লান্ত হয় পথ
পাশ থেকে বলে ওঠে কেউ, ঠিক নয় ঠিক নয়
যদি এক চোখে কম দেখে কেউ, এক কানে কম শোনা যায়
যতই আপন হোক, নিজের মাঝেও কিছু কুয়াশা জন্মায়
তারিখ: নভেম্বর ৯, ২০২১



AstuteHorse