নিয়তির সওদাগর
আল আমিন হাজরা
কী বিপুল সাড়াশি বিভাজনে
মরে গেছে সব!
ভেতর থেকে ভেতরে খাঁখাঁ Ñ
কতকাল জোয়ার নেই।
ব্যপক গতায়াতে মুক্ত বাজার
খেমটা তুলে নিয়ে গেল বিলডাঙা,
কতকাল শালুক তুলিনি,
ভরা জলে ভাত ছোলা মাড়িয়ে
ঢেউ—তোলা পাতিহাঁস,
পুরু দেয়ালের গুমোট জুড়ে Ñ
এলোপাতাড়ি বোল তোলে।
চঁুইচঁুই করে নোনা বাতাস,
বোধের ফোকরে ফোকরে;
না, না Ñ
আর না!
জল—শরীর
জড়সড়ো ঘুম—ঘুম চোখে,
পাটাতন পার হয়ে
উঠে যায়
খোয়াড়ে ঝোলানো আড়কাঠে।
কোন অসাড় জলকল্লোলে
বাঁধ বসে গেলে,
নিয়তির সওদাগর
পাঁজর জুড়ে,
ফালাফালা করে ঘর তোলে।
তারিখ: ফেব্রুয়ারি ২৫, ২০২৫



AstuteHorse