পরিণত হতে আর কত বাকি?
শাবনূর আহমেদ মিমি
পরিণত হতে আর কত বাকি?
রাত গড়িয়ে বাড়ছে প্রহরগুলো,
প্রহর গড়িয়ে বাড়ছে ছায়া,
পেরিয়ে যায় একাকিত্বের দীর্ঘ বছর-মাস,
তবে কী তার পরিণত হয়ে ওঠা হবে না আর?
নাকি শুধুই পড়ে রবে নীরবে হৃদয়ের না-বলা গল্প?
যে পরিণত দুর্গম পথ পাড়ি দিতে পারে একা,
আগাম পড়ে নিতে পারে রাতের আঁধারে মনের বেড়ে ওঠা,
দুষ্টুমির দিন অকাতরে বিলিয়ে দিয়ে
যে হয়ে উঠতে পারে পরিপক্ক রজনীর একচ্ছত্র রাণী,
স্বাভাবে নম্র, সাহসে অরুন্ধতী – বলীয়ান, একনিষ্ঠ, অনুধ্যায়ী;
যার বজ্রকন্ঠে অমানিশার ঘোর,
কাপুরুষতার হবে জলাঞ্জলি
আসবে কবে সে সুদিন?
পরিণত হতে তবে কী আরো ঢের বাকি?
হয়তো –
তাই এ অসমাপ্ত অনুচ্ছদ্গুলো এখনো দেয় উঁকি…
তারিখ: ডিসেম্বর ২৭, ২০২১



AstuteHorse