পাঁচটি কবিতা -২
সুকান্ত বিশ্বাস
বেলুন হৃদয়
বছরের আনকোরা আতস-আলোয়
ধরা পড়ে জমে থাকা
কালো কালো বলিরেখা আমাদের মুখাবয়ব
অসূয়ায় দম দেয়া বেলুন হৃদয়
উদ্বায়ী বাতাসে উড়ে উড়ে
মুখ গুঁজে পড়ে থাকে
কোথায় — কে জানে!
মারিয়ার জন্য দুটি কবিতা
(১)
মারিয়ার মুখ
বইমেলার উদ্যানে
গোধূলির সিঁড়ি ভেঙে
স্নিগ্ধ থালা
ডুবতে থাকা মারিয়ার মুখ
ঢেউ ঢঙে ফিরে আসে
বিনিদ্র রাত ধূম্রল
নিষিদ্ধ লোবান
কুড়োবার গুচ্ছ গুচ্ছ
কৈতর পালক
বইয়ের মলাটজুড়ে
প্রচ্ছদ নয়
জমে ওঠে
উদ্যান
গোধূলির মায়া
মারিয়ার মুখ
(২)
মারিয়ার সঙ্গে
মারিয়া
তোমার সঙ্গে
ভিজতে পারিনি
আকাশ থেকে নেমে এসেছিল
খোট্টা একটা ছাতা
তোমার গালের টোলটাতে
দিতে টোকা
ফসকে গেছিল তর্জনি-বৃদ্ধ
ঠোঁটদুটো
যত করছিল নিশপিশ
ওরা পিট পিট করে জ্বালছিল আলো
ঢালছিল তত বিষ
তুমি সূর্যের কাছে যাও
দুঃখকে নিয়ে দুঃখ করোনা তুমি
দুঃখ বরং পরশ পাথর মানো।
ওই চেয়ে দেখ, সূর্যের দিকে দেখ
কি নিদারুণ নিদাঘ তার মুখে
যত বেশি পোড়ে ততটাই যেন আলো।
তোমার বুকের হাহাকার মেশে
মুক্ত মাঠের মাটি, ঘাসে, বাতাসে
আঘাত ভেবেছ তাদের মাঝেও বাজে?
বাজে। সে আঘাত তবু ছন্দের মত সাজে।
দেখ তুমি শেষে সূর্যের কাছে যাও
এই মাটি, ঘাস, বাতাস তোমার
তোমার সাথেই আছে
আকাশ-আয়নায় মুখ
আকাশের দিকে
তাক করে রাখি এই মুখ
কোনো এক মুহূর্তে
আকাশই হয়ে যায়
বিস্ময় আয়না
কাঁটাতারে মানুষ ও ঘাস
কাঁটাতারে আটকে গেলে মেঘ
দুপারের ঘাসগুলো দুলে ওঠে
চনমনে সুখে
এবার জন্ম নিলে
আমি তাই ঘাস হব
তারিখ: নভেম্বর ৯, ২০২১



AstuteHorse