পাখি ও স্বপ্ন

এ কেমন ছবি দেখি?

কালো অক্ষরে রক্তিম দেহ

ডানা কাটা, পা বাধা

কাগজের মলাটে ঘেরা

বোবা ময়না পাখি।

 

চারিদিকে বাতি, ভিনদেশি প্রগতি

খণ্ডিত চাঁদ, ভীতুসব তারা, ক্লান্ত রবি

যেন ঘাসের সজীবতায়

গাছের পাতায় কিংবা নিউরনের গহিনেও

হবে না কোন ছন্দপতন ।

বসেছে কড়াপাহারা।

 

একটা ছবিওয়ালা নোটে

সাটিয়ে দিয়েছে পুরো দুনিয়া

দর্শন থেকে ধর্ষণ, আহরন, আরোহন

প্রকরণ, বিকিরণ, চলন-বলন-ফ্যাশন

বেদ-বাইবেল, কুরান, পুরাণ

সব-ই যেন আটকে থাকে আজ

নোটের নেংটা দেহ-মাপিয়া।

 

তবুও চোখের কোনায় স্বপ্ন

জাগবে মানুষ, গাইবে গান, চলবে কবিতা

বাজবে বাশি, হবে সৃষ্টির সমতা

বসবে অবসরের আসর ।

 

সুন্দরের হাতে লাল গোলাপের সততা

ন্যায়ের সাথে দাঁড়াবে বলহীনের ক্ষমতা

অধিকার পাবে তার নির্জলা মমতা।

তারিখ: ডিসেম্বর ২৭, ২০২১

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse