পূর্বাভাস

আমি কখনো ভাসিনি মেঘে

দেখিনি খোলা চোখে

তোমারই নীল আকাশ

আমি এখনো দাঁড়িয়ে আছি

খালি পায়ে কাছাকাছি

চারিদিকে নেই তো সুবাস

ফিরিয়ে দিয়েছি যা কিছু নিয়েছি

সবই তো দিয়েছি আমার।

 

তুমি মেঘের ভেলা, স্বপ্নদোলা

তুমি দক্ষিণা হাওয়ার খোলা জানালা

শেষ সময় তবু তুমি কিছু আছো অবশেষ

ভিতরে আমার সময়ে সময়ে শুধু মিলিয়ে নিও

যেটুকু আছো অবশেষ

সেটুকুই ভিতরে আমার।

 

আমি কখনো ভাবিনি শেষে

শেষটা হবে না হেসে

ভেসে যাবে সব নিদারুণ বরষায়

আমি জিতেও হেরে গেছি

পরিণয়ে পেয়েছি বেশি বেশি

আগুনে দিয়েছি হাত তোমারই ভরসায়

আমি বৃষ্টিতে পুড়ে গেছি, রোদে ভিজে গেছি

পাবো না জানি, তবু আছি তোমারই আশায়।

 

তুমি  গোধূলি বেলা, কৃষ্ণচূড়া

তুমি বৃষ্টি ভেজা রাত, ভরা জোছনা

শেষ সময় তবু তুমি কিছু আছো অবশেষ

ভিতরে আমার।

সময়ে সময়ে শুধু মিলিয়ে নিও

যেটুকু আছো অবশেষ

সেটুকুই ভিতরে আমার।

 

এই বৃষ্টি ভেজা রাতে

দূর থেকে একই সাথে

পূর্বাভাস ছাড়াই ঘটুক অবসান

ঘটুক অবসান।

সেই জ্যোৎস্নামাখা চাঁদে

পাশে নেই তবু যেনো সাথে

পূর্বাভাস ছাড়াই ঘটুক অবসান

ঘটুক অবসান।

শেষ সময় তবু তুমি কিছু আছো অবশেষ

ভিতরে আমার

সময়ে সময়ে শুধু মিলিয়ে নিও

যেটুকু আছো অবশেষ

সেটুকুই ভিতরে আমার।

তারিখ: জুন ১৮, ২০২৪

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse