বিষাদের বিস্ফোরণ
হৃদয় বিশ্বাস
১
যদি ফুল ফোটাতে চাও,
পাতায় পাতায় বিদ্রোহ হবে ফুল ফোটাবার।
চোখ মেলে দেখো,
কৃষ্ণচূড়া থেকে কৃষ্ণবিবর
ছারপোকা থেকে এলিয়েন
তোমার জন্যই থরেথরে সাজিয়ে রাখা।
যদি আপন করতে চাও,
বালুর মতো উড়ে যাবে এই সমাজের দেয়াল
হোয়াইট হাউজ হবে মুক্তাঞ্চল
সংসদে বসবে প্রেমের অধিবেশন।
মওলা পুরুত এক হবে না,
এক হবে মানুষ এক হবে প্রেম।
২
চারপাশে হর্নের ক্যাকোফোনি
নাগরিক দেয়ালের পাশে ক্ষুধার্তের চিৎকার,
গণমানুষের দাবি মাড়িয়ে এগিয়ে যাচ্ছে রাজার মিছিল;
আমার কান ফেটে যায় একটু নীরবতা চাই,
দুদণ্ড ঘুমাতে চাই নৈঃশব্দ্য়ের কোলে।
তবু নীরবতাই নয় অবিচ্ছিন্ন শান্তির ডাকনাম,
কিছু নীরবতা এমনও আছে
যা দম আটকে দেয় আড়ষ্ট করে শরীর,
প্রতিটা কোষের ভেতর করে বিষাদের বিস্ফোরণ।
৩
বিচ্ছেদ ছাই করে দিয়ে চলে যায় সব।
আমাদের জীবনের যাবতীয় আয়োজন;
আগ্রহান্বিত হয়ে চেয়ে থাকা দুটো কচি চোখ
যার মুখ দেখে হৃদয়ে জমেছিলো প্রশান্তির শিশির;
সেইসব সঞ্জীবনী চুমু যারা সূর্যের রশ্মির থেকে
প্রখরভাবে প্রবাহিত হতো আমাদের শরীরে—
আরো আরো ছিলো যতো প্রফুল্ল মিলন।
তাহলে কি থেকে যায়? নির্মম তবু সত্য
কিছুই থাকে না, শুধু স্মৃতির শহরে বাড়ে ভীড়।
পৃথিবীর পৈশাচিক পিতামহ সময় তবু চরে বেড়ায়;
আমাদের যৌবন থেকে বার্ধক্যে ফেলে ছুঁড়ে।
তবু তুমি শুনে রাখো,
শরীর কিংবা মনের গুপ্ত হত্যাকারী সময়
তুমি জেনে রাখো,
আমার স্মৃতির পাতায় এখনো জীবিত যে স্বমহিমায়;
আমার গৌরব এবং বিষাদের যে রানী
বিচ্ছেদ দিয়ে তাকে তুমি হত্যা করতে পারবে না ।
৪
তোমার বুকে আমার কোনো ঘর নেই,
তবু আস্তাবলের ক্লান্তিভরা শরীরে
আমি ঠাঁই খুঁজি তোমার নামেই।
জীবন দিয়ে জেনেছি ঢের তবু বাকি মন,
সময়ে উঠলে ঝড় জানি আমি
নক্ষত্রও পাল্টায় চেনা গতিপথ যে কোনো।
ভালোবেসে সময়ের পথে দাঁড়িয়েছি বোতাম খুলে,
ধুয়ে দিয়ে মুছে নিয়ে চলে গেছে সব;
তবু প্রেয়সীর বাঁকা ভ্রু এখনো যাইনি আমি ভুলে।
মাকড়ের সংসার ফুলে ফেঁপে ওঠে জানি রোজ,
মানুষের হৃদয় ভাঙ্গে অলিগলি ফুটপাতে
তার কেউ রাখেনি, রাখেনা আজো কোনো খোঁজ।
এসো জীবন! এসো উঠে এসো প্রাগৈতিহাসিক ব্যর্থতা,
আমার কাঁধে তোল তোমার আজন্মের ভর
অপ্রাপ্তি আছে যত তাই হোক জীবনে আমার পূর্ণতা।
৫
আমি দু’চোখ বুজে উচ্চারণ করলাম,
প্রেম!
অমনি স্বর্গে বেজে উঠলো দুন্দুভি
ঈশ্বরী নেমে এলেন তোমার রূপে।
৬
তুমি ভালোবাসি বললে
আকাশের সপ্তর্ষিমণ্ডল নামিয়ে এনে
চষে ফেলি জমি,
পরম মমতায় তোমার সাথে দেখি
দু’বেলা দুমুঠো ভাতের স্বপ্ন।
তুমি পাশে আছি বললে
যাবতীয় অপমৃত্যুর ডানা থেকে
খসে পড়ে সব পালক,
নিশ্চিন্তে হাঁটি সমুদ্র থেকে পাহাড়ে।
তুমি নীরবে তাকালে চোখে
সার্বিক সমাজের ভীতে ওঠে কাঁপন,
হুড়মুড়িয়ে ভেঙে পড়ে
বিভেদের সবগুলো প্রাচীর অনায়াসে।
তুমি আঙ্গুলে গলালে আঙ্গুল
বুকের ভেতর বিস্ফোরিত হয়
অনুভূতির বিগ ব্যাং
জন্ম নেয় অদৃশ্য ভালোবাসার শহর।
তোমার ভালোবাসায়
আমি হুটহাট মেলাতে বসি শব্দ,
শব্দের মিলনে খুঁজে পাই
আমাদের মিলনের পূর্বাভাস।
হৃদয় বিশ্বাস
শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়
তারিখ: নভেম্বর ৯, ২০২১



AstuteHorse