বিস্ময়কর নারী

মূল কবিঃ মায়া এঞ্জেলো, মার্কিন নারীবাদী কবি

 

সুন্দরী নারীকুল চিন্তায় মশগুল

আমার রহস্য কি? কোথায় থাকে?

আমি মায়াদেবী না,

ফ্যাশন রমণীর গড়নে নির্মিত কেউ না,

আমার এই বুলি যখন তাদের বলি

ভাবে তারা মিথ্যাভরা আমার শব্দাবলি।

 

আমি বলি,

রহস্যটা আমার হাতের সীমানায়,

কোমরের প্রসারতায়,

পায়ের প্রতিটি শব্দের দৃঢ়তায়,

কিংবা কুঁচকানো ঠোঁটের পাতায়।

 

বিস্ময়কর ক্ষমতায় আমি নারী।

বিস্ময়কর নারী, এইতো আমি ।

 

তোমরা যেভাবে চাও

আমি সেভাবেই শান্ত পায়ে ঘরে ঢুকি,

পুরুষের কাছে যাই,

আমাকে ঘিরে দাঁড়ায় তারা,

হাঁটু গেড়ে বসে পড়ে,

মৌমাছির দলের মত

আমার পিছু পিছু উড়ে।

 

আমি বলি, রহস্য সে তো

আমার চোখে আগুনের ফুলকি,

দাঁতে মুড়ানো আলোর ঝলকানি,

কোমরে হিন্দোল, পায়ে উল্লাস-মাদল।

 

বিস্ময়কর ক্ষমতায় আমি নারী।

বিস্ময়কর নারী, এইতো আমি ।

 

পুরুষেরা নিজেই ভেবে হয়রান,

কি দেখে তারা কি সেই রূপের বান!

হাজারো প্রচেষ্টা তবুও যেন অধরা

আমার রহস্য, আমার গহীনতা ।

 

চোখে আঙ্গুল দিয়ে দেখাই

তারা দেখে তবুও বুঝে না তাই।

 

আমি বলি,

পিঠের ধনুকে থাকা আমাকে দেখো

হাসিতে লুকানো এক রাশ সুর্য দেখো

স্তনের মোহনায়, আরোহনে খুঁজো

জীবন শৈলী দেখো জীবনের স্নিগ্ধতায়।

বিস্ময়কর ক্ষমতায় আমি নারী।

বিস্ময়কর নারী, এইতো আমি ।

 

তুমি এখন বুঝতে পারো

আমার মাথা কেন অবনত নয়?

কেন আমার ফাটা গলায় কথা বলতে হয় না

কিংবা লাফাতে হয় না কথার ফাঁকে,

আমার হেঁটে চলা তোমায় ঘেঁষে

গর্বিত করে তুলে তোমায় পরিশেষে।

 

আমি বলি,

উঁচু হিলের টিকটিক শব্দ আমি

চুলের বাঁকে আজব সুন্দর আমি

মুষ্টিবদ্ধ হাতে আমার করতল

স্নেহ-মায়া-ভালোবাসা অনিঃশেষ অতল।

কারণ, বিস্ময়কর ক্ষমতায় আমি নারী।

বিস্ময়কর নারী, এইতো আমি ।

তারিখ: মে ৮, ২০২৩

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse