বেহুলা বাংলা: সনেট এক

দেখেছি আমি অভিজাত ঘর রাজার আলোকআসন

দেখেছি ভিখারীর জীর্ণ কুটির শতচ্ছিন্ন বসন

সবই আছে এ জগতে যেমন নানা বৃক্ষ থাকে বনে

বড় সত্য রয়েছে বেহুলা প্রতিটা বাঙ্গালীর মনে

যে তাকে যোগায় শক্তি দেয় সামনে যাবার অমোঘ আশ্বাস

যে ভরসায় ডুবন্ত মানুষ রাখে ধরে তার পরম শেষনি:শ্বাস

বাঁচার অদম্য ইচ্ছা নিয়ে যায় সে আঁধার পেরিয়ে

কন্টকাকীর্ণ সে পথে বেহুলা আঁচল রেখেছ বিছিয়ে;

 

জানি তুমি এসব নীরবে করে চল চিরদুখিনী এই বাংলায়

প্রতিদান কী মা চায় কখনও সন্তানের মঙ্গল কামনায়

রাখ শুধু লক্ষ্য চলার পথে যেন শিশু হোঁচট না খায়

নির্বিঘ্নে যেন পৌঁছয় জীবনের অসীম সফলতায়

এভাবেই তুমি আলোকবর্ষ বিরাজ এই জলজ বাংলায়

মৃত্যুকে করে নাকচ তোমার অজেয় ভেলা আজো অনন্তে ভেসে যায় ।।

তারিখ: জুলাই ৭, ২০২৪

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse