বেহুলা বাংলা: সনেট এক (২০২৫)

শাপলা হয়ে উঠুক ফুটে তোমার দেখা স্বপ্নগুলো সব

ধানভরা কৃষাণীর উঠান বিলের জলে রঙ্গীন পাখির রব

বাঙ্গলার ইচ্ছা না পুরালে কী আর জীবনের মানে

আমি জানি আর চিরদুঃখিনী বেহুলা সে কথা জানে

তাইতো আমায় গড়ে তোল দুঃখে তোমারই মত করে

যেন বলতে পারি স্বদেশের কথা অমরায় গিয়ে সজোরে

স্পন্দন নেই কিছু শুধু তোমার দেখানো পথরেখাটা ছাড়া

প্রেমের জয়ই হবে জানি শেষে এ জগত প্রেমহারা;

 

তোমার স্বপ্ন পূরণে সেই প্রেম বেহুলা আমায় দাও

বাংলার যত বিল-জল-নদী-বৃক্ষ-পশুপাখী তাও

সবারে যেন বাসতে পারি ভালো তোমায় যেমন বাসি

এক জনমে শেষ না হলে আরেক জনমে যেন আসি

বাংলা সেতো দুয়ারে দাঁড়ানো মা এক চিরঅপেক্ষায়

সে মায়ের ব্যথা দূর হবে একদিন বাঁচি এই আশায় ।।

তারিখ: ফেব্রুয়ারি ২৫, ২০২৫

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse