বেহুলা বাংলা: সনেট চার (২০২৪)
তানভীর মোকাম্মেল
কত সহজেই বেহুলা তুমি ছড়াও তোমার অন্নপূর্ণার দান
চিরঅভাবী জানি না আমি শুধব কেমনে সে ঋণের প্রতিদান
আজীবন তাই গেয়ে যাই তোমার শত মাঙ্গলিক গান
শোনাই সে গান জাগাতে ঘরে ঘরে পাষাণচাপা যত প্রাণ
কখনও সফল কখনও ব্যর্থ আঁধার এ কালবেলায়
তবুও আজো তোমার প্রশ্রয় পাই জলজ এ বাংলায়
সৃজনের কাজ তুমি ছাড়া খুব কঠিন নিদাঘ নিষ্ঠুর
শিল্পের দেবী নিয়ে যায় টেনে অচিন এক দুর্গমপুর;
আমায় তুমি আজো ঘোরাও বেহুলা নাচাও হাসাও কাঁদাও
কখনও স্বরূপে নিজেকে তোমার আমার মাঝেই জাগাও
শিশিরভেজা কলমী হয়ে কখনো ফোট কিম্বা শুভ্র শাপলাফুল
দেখে সে পবিত্রতা বুঝতে পারি জীবন আমার বৃথাই কেটেছে ভুল
তোমার পথই ছিল পথ আমার আমি নগণ্য বাংলার এক পদাতিক সাথী
যদিও স্বপ্ন ছিল আজন্ম হব একদিন তোমার রথের প্রিয় সারথি ।।
তারিখ: জুলাই ৭, ২০২৪



AstuteHorse