বেহুলা বাংলা: সনেট চার (২০২৫)

আমায় পথ দেখিও বেহুলা যাতে পরাজিত না হই

তোমার শক্তিতে আজন্ম যেন অর্জুন হয়ে রই

যারা ছিঁড়েছে বাংলার সাজানো শিউলি ফুল

দাও শক্তি যেন হারাতে পারি তাদেরকে আমূল

বাংলা হবে শাপলাস্নাত জলজ বিজন শান্ত

তোমার বলে বলীয়ান যেন লড়তে পারি অক্লান্ত

কত না বিষাদ-দুঃখ আছে গাঙুরপারের জীবনে

দূর হবে একদিন চাই সে চেতনাবঞ্চিত এ দেহে মনে;

 

বেহুলা জান ছিলাম আমি আজীবন তোমার পূজারী

সাধনা করেছি নিভৃতে কখনো করিনি তো নামজারি

কতকিছু যে ছেড়েছি এ পথে প্রেম আর প্রিয়জন

শুধু ছাড়িনি তোমাকে আর গাঙুরপারের বিষণ্ণ জনগণ

এসেছিল উত্থিত লিঙ্গ ট্যাংক উড়িয়ে ধূলা অশ্বারোহীর দল

পরাজিত তারা ছেড়েছে বাংলা বেহুলা দিয়েছিল বল।।

তারিখ: ফেব্রুয়ারি ২৬, ২০২৫

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse