বেহুলা বাংলা: সনেট তিন (২০২৫)

রেখেছিলে অপেক্ষায় ও ঘরের চার দেয়ালের বাইরে

ভেতরে তোমার নন্দনসভা আমার প্রবেশাধিকার নাইরে

শুনি দেয়ালে জ্ঞানী-গুণীজনের বিদগ্ধ কত কথা

তোমায় তারা পায় বেহুলা এ মনে একলব্যের ব্যথা

কত বিচিত্র তথ্য-উপাত্ত আর কত যে তত্ত্বজ্ঞান

অজানা সে জগত হৃদয়ে জমায় কর্ণের অভিমান

ভেতরে শুনি হৈ-হট্টগোল কে জানে বেশি কার চেয়ে

মৃদু হেসে তুমি প্রশ্রয় দাও বাংলা নামের মেয়ে;

 

তারপর এক শিউলিভোরে ওই দুয়ার যায় যে খুলে

পন্ডিত আর নাগরিকেরা সব পুঁথি নিয়ে গেছে চলে

আমি একান্ত অভিমানাহত দেয়ালের পাশ ঘেঁষে

হঠাত দেখি ছায়ালক্ষী এক দাঁড়িয়ে আমার পাশে

দেখি বেহুলা বলছে ছুঁয়ে কম্পিত আমার হাত

এসো ভেতরে শুনব কবিতা দু’জনেতে সারারাত।।

তারিখ: ফেব্রুয়ারি ২৬, ২০২৫

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse