বেহুলা বাংলা: সনেট দুই

আমায় দিয়েছ অকাজ সব আঁধার ঘরে আলোর প্রদীপ জ্বালা

স্বপ্ন তোমার হবে তা একদিন এক অনিন্দ্য তারার মালা

কবে সে স্বপ্ন সফল হবে মন্ত্রহারা আমি জানা নেই বেহুলা

তবুও সে লক্ষ্যে ঘুরি বাংলায় পায়ে মেখে মহীপালের ধূলা

হৃদমাঝারে রেখেছি চেতন পূর্বপুরুষের লব্ধ অভিজ্ঞান

পথে-প্রান্তরে ছুটি তাই নিয়ে সঙ্গে শুধু বিরল সে আদ্যজ্ঞান

চাইনি কিছুই বিনিময়ে জানি এ কাজের তো হয় না প্রতিদান

যদি পৌঁছয় গাঙুরের পারে তোমার বাণী সে প্রাপ্তিই সর্বশ্রেষ্ঠ দান;

 

ভাবি থাকতে এত মানুষ বেছে নিলে কেন অভাগা এই আমায়

এ দুর্বল কাঁধে এ গুরুভার কেন এই কথাটা কেবলই আমায় ভাবায়

আমি সামান্য কবি এক নই বিজয় সিংহ সুঠাম শক্তিধর

তোমার বাণী ছড়াতে বাংলায় আমাতেই কেন করেছ ভর

তবে এটুকু বলব বেহুলা কখনোই করব না তোমায় হতাশ

তোমাতেই হব বিলীন জেন তুমিই আমার আমৃত্যু বিশ্বাস ।।

তারিখ: জুলাই ৭, ২০২৪

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse