বেহুলা বাংলা সনেট – ২

 

নদী বলে স্বচ্ছতোয়া জল দিই তোমায়
জলের আরেক নাম জীবন মধুময়
বৃক্ষ বলে ছায়া দিই চৈত্রের নিদাঘ দুপুর
আকাশ বলে বর্ষা দিই সাজাই তারার নূপুর
বায়ু বলে মৃদুমন্দ বহি তোমার ঘর
সূর্য বলে আলোয় ভরাই জগৎ চরাচর
চাঁদ বলে দিই তোমায় অপরূপ স্বপ্ন মায়াজাল
তারারা বলে সঙ্গী তোমার কত না আলোকবর্ষকাল;

কেবল বেহুলা বলে না কিছু
নীরবে মাথা নীচু দাঁড়িয়ে দরজায়
কখনো বলে না কী সে দিয়েছে আমায়
শুধু আমি জানি কার কাছে আজন্ম আমার ঋণ
জানি না শুধু শুধব তা কোন্ অগম খেরোখাতায়
কেটে যায় নিদ্রাহীন কবির রাত্রি ও দিন

তারিখ: নভেম্বর ৯, ২০২১

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse