মনে রেখে দেব
সাম্যসাথী ভৌমিক
মনে রেখে দেব দিন, রেখে দেব রাক্ষুসে রাত
যেভাবে রেখেছি মনে মায়ের সস্নেহ দুধ-ভাত
মনে রেখে দেব শরৎ শেফালি পাতা
সকালের ডালে ডালে শিউলি-সুবাস
বহুবার জেগেছে মনে অন্ধ প্রত্যাশা
উত্তর কোনোকিছু পাও?
বিয়োগ একমাত্র অংক – সন্তানকে শেখাও
আমিও শিখেছি বেশ; ঢাকা থেকে কলকাতা
শুধু বন, গাছ আর লতাপাতা
মনে রেখে দেব ৪৭
তুলসী গাছ আর মিনারের উপকথা
মনে রেখে দেব ৭১
আরও রক্ত দিলে শোধ হবে যে সকল ঋণ,
সেসব আজ পালিশে পালিশে মসৃণ
মনে রেখেছি আম জনতার মত
অতৃপ্ত আত্মাদের প্ল্যানচেটে ডেকে আনো
আবার জিজ্ঞেস করি,
কোথায় কী ভুল?
কীভাবে আমাদের মাথাগুলো নষ্ট হলো?
মনে রেখে দেবো মেঠো পথ
সেই পথে উদীয়মান দুর্ভাগ্য রেখা
পিষ্ট, নষ্ট সময়
না চাইলেও ঠিক ঠিক মনে থেকে যায়
মনে করে মনে রাখবো তোমাকে
মাগো, তোমাকে ভালোবাসি বলে
এখনও গ্রহান্তরী নই
সমুদ্র সঙ্গমে যাই হাঙ্গরের সাথে
তোমাকে ভালোবাসি বলে
আকাশে উড়তে হয় শকুনের পাশে
তারিখ: নভেম্বর ৯, ২০২১



AstuteHorse