মরা গাঙের নাবিক
মোস্তাক আহমেদ
নদীর কিনারায় দাঁড়ানো আমাদের নৌকাখানি
ছেঁড়া পাল ভাঙ্গা দাঁড় স্বাক্ষী, প্রায় জীর্ণ যৌবনখানি
একটু এগোলেই শোনা যায় জাল ফেলার আওয়াজ
মৃতপ্রায় নদীগর্ভে বাঁচে নিরূপায় স্বপ্ন আজ
সাদা সাদা বালির ফেনায় ফেলে আসি সে চলন
বিস্তীর্ণ বালি ফিরিয়ে দেয় উত্তপ্ত সূর্য কিরণ
নৌকার তলায় থেমে গেছে নদীর বীর্য দাপট
লেপ্টে আছে ভেজা বেলে মাটি শুকনো পেটের নিকট
খরস্রোতা নদীর চলন—নৌকা ভাসে, স্বপ্ন হাসে
খরস্রোতা নদীর মরণ—পলি জমে ইতিহাসে
চরের গায়ে উটকো আঁটল বাসা সমেত হাজির
শেষ পেরেক মেরেই তবে ছাড়বে তারা নদীতীর
বালির নীচে পিষ্ট হৃদয় ঝিলকি দেয় স্মৃতি পটে
তাতে কি আর ফিরবে নাবিক নদীর যৌবন তটে?
তারিখ: নভেম্বর ৯, ২০২১



AstuteHorse