মামুন আব্দুল্লাহ’র কবিতা

জনতার যুদ্ধে শামিল হবে সৈনিক

কৃষক ঘুমাবে বাঙ্কারে বাঙ্কারে,

আমলারা রুয়ে দেবে কচি ধানগাছ

ক্ষেতের আইলে আইলে লংমার্চ।

শুধুই গণভবনে নয় উঠোনভর্তি

আউশ ধানের স্তূপে হাত ডুবাও,

শক্ত মুঠোতে তুলে ধরো জোড়া কালবাউশ।

সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আমলা, পুলিশ,

সবাই শামিল হবে চলন বিলের ঢালে,

কেউ লিখবে বিবরণ, কেউ তুলবে ফটো,

কেউ কাটবে ধান, কেউ ডাকবে

সিকিউরিটি, সিকিউরিটি!

জনতার যুদ্ধে শামিল হবে সকলেই।

নির্দিষ্ট কোনো পেশা নয়

প্রয়োজনে সকলেই ধরবে হাল।

সকলেই লাগাবে গাছ, সকলেই ধরবে মাছ।

উন্নয়নের নামে থাকবে না আলাদা কর্মসূচি

থাকবে না রাতভর টক শো, অযথা কুতর্ক – বাহাস।

শ্রমিকের হাতে হাতুড়ি, ঘণ্টা, সাইরেন বাজবেই বাজবে।

রাতদিন এক করে সুশাসন ডাকবে

জনতার যুদ্ধে শামিল হও, জনতার যুদ্ধে হও শামিল।

 

তারিখ: নভেম্বর ৯, ২০২১

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse