মৃত্যুও খোঁজে মুক্তি

যেমন তোমার কাঠামো ভুলে গিয়ে

কেবলই তোমার অন্তর্গত অদৃশ্য ধারকে

একটি মুহূর্তের বিন্দুতে ফেরার বাসনায়

আমার পরিধির পরিচয় জেনে নিয়ে

অপারগ অক্ষম নিয়তির দাসত্বে

বৃত্ত না ভেঙে জন্ম-মৃত্যুর খেলায়

চলছি অস্থির কেবলই চলেছি ফিরে

তোমার দিকে চেয়ে চেয়ে যেমন

কা’বার চারপাশে মুমিনের প্রদক্ষিণ

 

জল! একবিন্দু জল আর কতকাল!

আমার এই দেশে, এই দৃশ্যে মাতাল

আমি দেখেছি কুয়াশার মেঘ ভেঙে

শীতল হাওয়ায় উড়তে থাকে ভোরে

সেই সৌখিন কবির চোখের ভেতরে

শুকনো পাতারা,

 

(দেখিবে কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে)

 

আহা! মৃত্যু-জন্ম-মৃত্যু,

তুমি তারপরে এই আকাশ,

সবচেয়ে উজ্জ্বল আনন্দ

রোদ্দুরে ডানা ঝাপটায় কালো কাক

শীতল চোখে যার আটকায় আমাদের

পুনর্জন্মের অসুখ, আবার, তারপর

লাল পায়ের হাঁস আমাদের কামনার

জলে ধুয়ে যায় যার পা

এমন চিত্রকর এঁকেছেন

এইসব অন্তর্গত ঘা,

যা গভীরে কতকাল আগে

শুকিয়ে গিয়ে মমি হয়ে হয়তো

মিশরের বালুর সমুদ্রে ডুবে গিয়ে

অপেক্ষায় আছে

একদিন রাত্রিহীন বিন্দুতে

বিন্যাস ভেঙে মৃত্যুরেও দেবে মুক্তি!

আহা!

মৃত্যুরেও দেবে মুক্তি! আহা!

তারিখ: নভেম্বর ১৪, ২০২৩

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse