শব্দ সুঁই

ইথারের ভেতর থেকে কেউ আমাকে কিছু শব্দ এনে দাও,

শব্দে শব্দে আমি নির্ঘাৎ বাধাবো সংঘাত।

কোথা থেকে কেউ আমায় এক কৌটো গ্লিসারিন এনে দাও,

তোমাদের ক্যামেরায় মেকি কান্নায় বুক ভেজাবো আলবৎ।

ভন্ড কবির লেখা দেশপ্রেমের কবিতা শোনাও যদি,

চির অভিমানী আমি স্বদেশের বুকে খড়গ চালাবো সহাস্যে।

নষ্ট হাতে যদি কেউ আমার প্রাণের পতাকা ওড়াও,

মেঘ হয়ে সহসা আড়াল করে দেবো তাকে নিমেষেই।

 

কেউ যদি ভালবাসো মোরে,

গাঙের জলে ভেসে ভেসে,

কি দিবসে, কি রাতে;

কি নিঃশ্বাসে, কি বিশ্বাসে;

মিথ্যে আশ্বাসে সাগরে বইবো অবশেষে।

 

কেউ কি আছো বন্ধু আমার?

এই ঘুমন্ত শহরে, বন্দী অবসরে,

শিরায় শিরায় জ্বালা ধরায়ে জনতার মৌনতা ভাঙ্গবে-

এমন একটা শ্লোগান দেবে আমায়!

বিনিময়ে আমি একটা কবিতা লিখে দেবো তোমায়।

তারিখ: ডিসেম্বর ২৭, ২০২১

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse