সহযাত্রা

লিকলিকে বাসনাগুলি স্বাদ ছাড়িয়ে

স্বপ্নের চারণভূমি ঘিরে ফেলে

ক্ষণে ক্ষণে,

কি করুণ ক্ষমতা!

কি নিদারুণ নিষ্ঠুরতা!

রাস্তা ফেলে আল দিয়ে ছুটে চলা নাদানেরা

প্রথম যাকে দেখে রাস্তার স্বাদ নিতে চায়

সে-ই ছেড়ে যায়, ছিড়ে যায়।

 

খেলার সাথী,

লেখার সাথী,

পাড়ার সাথী,

পড়ার সাথী,

ভাষার সাথী,

তর্কের সাথী,

স্বপ্নের সাথী,

দেয়ালের সাথী,

শ্লোগানের সাথী,

একে একে সবাই নেমে গেলো রাস্তা ছেড়ে

চলে গেল কোন এক আল ধরে

সময়ের চেনা-অচেনা ঘরে।

 

 

তারিখ: নভেম্বর ৪, ২০২৩

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse