লেখা পাঠানোর নীতিমালা

ডেড মেটাফোর  বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সৃজনশীল সাহিত্য প্রকাশ করে। কবিতা, গল্প, প্রবন্ধ, বিষয়ভিত্তিক সমালোচনা, পুস্তক সমালোচনা, সাক্ষাতকার,  কৌতুক, ইত্যাদি লেখার সাথে এক কপি ছবি ও ছোট জীবন বৃত্তান্ত (অনধিক ৫০ শব্দ) সংযুক্তি হিসেবে প্রেরণ করতে হবে। বছর জুড়ে লেখা পাঠানো যাবে। লেখা পাঠাবার আট থেকে দশ সপ্তাহের মধ্যে লেখার মূল্যায়ণ করে মতামত জানানো হবে। লেখা একই সাথে অন্যত্র প্রেরণ করলে তা গ্রহণযোগ্য হবে না।

 

বি.দ্র. আমরা লেখা প্রকাশের জন্য কোনপ্রকার আর্থিক লেনদেন করি না।

 

 

নিম্নলিখিত নীতিমালা অনুযায়ী লেখা প্রস্তুত করে পাঠানোর অনুরোধ রইলো :

১। বাংলায় শিরোনাম ১২ পয়েন্ট অভ্র ফন্ট (বোল্ড); ইংরেজি শিরোনামের ক্ষেত্রে ১৪ পয়েন্ট টাইমস নিউ রোমান (বোল্ড);

২। বাংলা লেখার জন্য ১০ পয়েন্ট অভ্র ফন্ট ও ইংরেজি লেখার জন্য ১২ পয়েন্ট পয়েন্ট টাইমস নিউ রোমান ;

৩। সকল লেখা ওয়ার্ড ফাইল আকারে পাঠাতে হবে। শুধুমাত্র বাংলা লেখার ক্ষেত্রে সাথে একটি পিডিএফ কপি সংযুক্ত করতে হবে ;

৪। ছোট গল্প, রিভিউ, সাক্ষাতকার ইত্যাদির জন্য ১০০০ থেকে ৩০০০ শব্দের মধ্যে লিখতে হবে ;

৫। একজন একসাথে পাঁচটি কবিতা পাঠাতে পারবেন। কবিতা ৫০ লাইনের মধ্যে সীমাবদ্ধ হতে হবে ;

৬। অনুবাদের সাথে মূল লেখা পিডিএফ আকারে পাঠাতে হবে। মূল ভাষা থেকে শুধুমাত্র বাংলা ও ইংরেজি অনুবাদ গ্রহণ করা হবে ;

৭। স্বত্বাধিকারের যাবতীয় দায়িত্ব লেখকের । এ বিষয়ে পত্রিকা কোন দায় নেবে না ;

৮। ভ্রমণকাহিনী, বই ও ছায়াছবির সমালোচনা প্রবন্ধের ক্ষেত্রে প্রচ্ছদ বা ছবি উপযুক্ত ক্যাপশন সহকারে ইমেজ আকারে (৩০০ ডি পি আই) পাঠাতে হবে ;

৯। ইমেজ উন্নত ও কমপক্ষে ৩০০ ডি পি আই হতে হবে ;

১০। ইমেইল এ লেখা পাঠালে বিষয় আকারে কী ধরনের লেখা তা পরিস্কার করে লিখতে অনুরোধ করা হচ্ছে।

 

নিচের ছকে আপনার লেখা ও ছবি পাঠাতে পারেন অথবা submissions@deadmetaphor.net ঠিকানায় ইমেইল করেও লেখা জমা দেয়া যাবে।

 

লেখা জমা দিন

    ফাইল যুক্ত করুন

    ছবি যুক্ত করুন

    প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

    all rights reserved by - Publisher

    Site By-iconAstuteHorse