স্বপ্ন
আশিকুর রহমান
শরীর ছেড়ে দিলে
অবশিষ্ট শক্তিটুকু একত্র করে মুখ থুবড়ে পড়ি।
কাদামাটি খেতে খেতে চারিদিকে অসম্ভব আলো।
তীব্রতর ঈশ্বরের দিকে যদি তাকাতেই হবে,
এত ভয় কীসের?
ভীড় ঠেলে সামনে এগিয়ে যায় কাফেলা,
সৈকত থেকে দেখি জেলে নৌকোগুলো।
ওরা জাল ফেলে ঝাঁকে ঝাঁকে স্বপ্ন তুলে আনে।
আমার চোখগুলো নীলচে-সবুজ আর আমার
বুকের ভেতরে দুটো পীড়িত মাছরাঙা।
কেউ তার খবর রাখেনি।
মানুষের স্বপ্নেরা শুধুই সমুদ্রগামী।
তারিখ: জুন ১৮, ২০২৪



AstuteHorse