হারানোর অভিধান

কি যে নিশ্চুপ চারিদিক, সরব নিস্তব্ধতায়

কি যে নির্বাক সময়, শান্ত অস্থিরতায়

ভীষণ কোলাহল, ব্যাপ্ত নগরীতে

অশেষ সমাচার, অচেনা ব্যাধিতে

হারিয়ে যাই আমি হারিয়ে যাই

চেনা রাস্তায় মানুষের ভিড়ে

কোথায় পাবো ঠাঁই, জানি না; জানি না

না জানতে চাই!

হারিয়ে যাই আমি হারিয়ে যাই

চেনা রাস্তায় মানুষের ভিড়ে।

 

ওই অজানায় ছুটে যেতে চাই

ফিরিয়ে দিতে চাই অবেলায় গাওয়া গান

পাবো না জানি ঠিক, যা কিছুই করে যাই

ফিরিয়ে দিতে চাই না পাওয়ার অভিধান

যা কিছু করা ঠিক, কিছু যে না করা

আমি যা করে যাই, সবই ভুলে ভরা

প্রতিদান মৃত, মানুষের মনে

সবুজের আগুন জ্বলে জীবিতের বনে।

 

উড়ে যায় পাখিরা, করে না গুঞ্জন

তুমি সাথে থাকলেই তপ্ত কাঞ্চন

ঝরে পড়া পালকের ঠিকানা হতে নেই

পুড়ে যাওয়া প্রেমিকের প্রেমিকা হতে নেই

স্নিগ্ধ হাওয়া ছুটে চলে সহসা

ক্লান্ত পথিকের গন্তব্যে যেতে নেই

জড়িয়ে রেখেছে প্রাণের অবারিত কম্পন

মরে যাওয়া স্বপ্নের সত্যি হতে নেই।

 

ওই দূরে হারিয়ে যেতে চাই

ফাগুনের মোহনায় ভেসে যেতে চাই

যেতে চাই বহুদূর, নিখোঁজ ঠিকানায়

ভরিয়ে রেখেছে ক্লান্ত স্পন্দন

তীর ভাঙ্গা নাবিকের মাস্তুল হতে নেই

হতে নেই কোকিলের সকালের ভোর

হতে নেই সত্য কথার জোর

হারিয়ে যাই, আমি হারিয়ে যাই

চেনা রাস্তায় মানুষের ভিড়ে

কোথায় পাবো ঠাঁই, জানি না; জানি না

না জানতে চাই!

হারিয়ে যাই, আমি হারিয়ে যাই

চেনা রাস্তায় মানুষের ভিড়ে।

তারিখ: জুন ১৮, ২০২৪

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse