হিটলার এখন যৌন কল্পনার বস্তু

বিশ্বটা ভরপুর এখন

বিপর্যয়ের ভেতরের আনন্দকে আঁকড়ে ধরে,

ঠিক যেমনটি চেয়েছিল হিটলার।

 

এটাই কি সেই –

আকর্ষণ বিকর্ষণের নেতিবাচক নান্দনিকতা;

যা এখন কেবলই বিশ্বরাজনীতির চৌকস উপার্জন,

কেবলই পুঁজিবাজারের দর কষাকষি।

একটা অস্বাস্থ্যকর বিশ্ব,

শিল্পের জ্ঞানতত্ত্ব –

এখন লাশকাটা ঘরের ড্রয়ারের ভেতরে বন্দী।

এই অসুস্থতার ভেতরেই আমরা বসবাস করছি –

এই অসুস্থতাকে নিয়েই আমাদের জীবনযাপন করতে হচ্ছে

বলতে হচ্ছে আমরা এই পৃথিবীর পরজীবি প্রাণী,

এবং আমরা পৃথিবীটা কেবলই শোষণ করছি।

 

বিশ্ব এখন কেবলই এক উদ্ভট কল্পনার বস্তু –

আবার আক্রমণ

আবার লন্ডভন্ড প্রতিবাদ।

আফ্রিকা

এশিয়া

ল্যাটিন আমেরিকা –

আফ্রিকার কালো মানুষেরা আবারো ছুটছে,

মানুষেরা ছুটছে –

 

পশ্চিম এখন কেবলই

হিটলারের যৌন কল্পনার একটি বস্তু –

বিশ্বাসঘাতকতা, পরতে পরতে বিশ্বাসঘাতকতা।

হে শাসকগোষ্ঠী তোমাদের বিশ্বাসঘাতকতার জন্যে ধন্যবাদ

যেহেতু এটা আমাদের দৃষ্টিশক্তি খুলে দিয়েছে;

আমাকে শিখিয়েছে, আজকে –

যদি তুমি এটার সাথে বিশ্বাসঘাতকতা না করো,

তাহলে

কালকে এটাই তোমাকে হত্যা করবে।

বিশ্বাসঘাতকতা একটা অনিবার্য মৃত্যুর গল্প বলে।

জীবিত মানুষদের ভেতর মৃতরা হেঁটেচলে বেড়াচ্ছে –

বলছে

বিপ্লব এখন মৃত্যুর মুখোশ

আর তাই,

মৃত্যু বিপ্লবের মুখোশ

ব্রেকিং নিউজ।

এইমাত্র বিবিসি, সিএনএন এবং আল জাজিরা জানালো

বিশ্বের প্রায় সকল বিমানবন্দরের এলিভেটরের ভেতরে –

মানুষ আটকে আছে

সংখ্যার হিসাব ছাড়িয়ে গেছে

তাত্ত্বিকরা ভাবছেন হয়তো

এটা সময়ের কোনো একটা গন্ডগোল।

 

এটা কেবলই একটা ল্যান্ডস্কেপের যুদ্ধ –

তাছাড়া পৃথিবীটা যেমন ছিল তেমনই আছে,

প্রভু আর ক্রীতদাসের বাসস্থান।

এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার –

রঙিন সাপেরা

ছুটে বেড়াচ্ছে ভগ্ন নিউইয়র্কের রাস্তায়

অথবা হোয়াইট-হাউসের বারান্দায়

যেমনটি

‘বিশ্বাসঘাতকতা সৌন্দর্যকে আঘাত করলো

তারপর বিশ্বাসঘাতকতা তাকে আলিঙ্গন করলো – আকাশের

মতো করে এবং তাকে একটা যৌন সুখ উপহার দিলো’ –

বললো

চলো বিছানায় যাই ।

এজন্যই প্রয়োজন

একটি বিপ্লবের থিয়েটার –

নয় বিপ্লবী থিয়েটার।

তারিখ: জুলাই ৭, ২০২৪

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse