বেহুলা বাংলা: সনেট পাঁচ (২০২৫)
তানভীর মোকাম্মেল
আমার যত দূর্বলতা আমার চেয়ে তুমিই বেশী জান
বিচার তাই তুমি কোর আমার এই অনুরোধটুকু মান
কেন আজো হয়নি পোক্ত তোমার আসন এ রিক্ত বাংলায়
কেন বারবার ঘটে ইতিহাসে দুঃখিনী বাংলার পরাজয়
দূর্গার মত দেইনি অস্ত্র দেবতারা না কোনো বরাভয়
বলহীন বেহুলা তবু রণক্ষেত্রে সংশপ্তক যেতে হয়
তাই বিচার তুমি কোর আমার অনেক করুণাভরে
জেন এ মুগ্ধ পূজারীর সাধনা ছিল একান্তে অন্তরে;
যখন বহির্জগত করে বিচার নির্মম হয় রায়
সবাই জানে আইন অন্ধ বিচারও তেমনি হয়
কিন্তু বেহুলা তুমি গান্ধারী নও দেখতে পাও সবই
গাঙুরের প্রয়োজন মমতা আর তোমার করুণা খুবই
মা যেমন আপন শিশুকে বকে আদরে শাসন করে
তেমনি করেই শাসিও না হলে হৃদয়ে রক্ত ঝরে ।।
তারিখ: ফেব্রুয়ারি ২৬, ২০২৫

 

AstuteHorse