তর আর মর—দেগা উইয়ে ইদোত আগে

মূল ভাষা: চাকমা 

তর আর মর—দেগা উইয়ে ইদোত আগে,

মারিশ্যা লঞ্চানত।

যেক্কে তুই, মু চিমেই চিমেই আজি থেদে,

এক্কা গুরি মুই, তরে চেইনেই।

 

হাক্কন পরে হাত্তোলী মাদত

হদা অল দিজনর / তর-মর,

বুঝেই দিলো এই পানিত তলে

জাগানি এল আমার।

কাপ্তে গদা পানি-আন

বাঝেই নেজেইয়ে সেই সুখকানি।

আজার সুগে এলং আমি

বাঝেই নেজেইয়ে সেই সুখকানি।

 

গেলাক কিয়ে থেগা হুলে কিয়ে গেলাক মিজোরাম,

থিবিরে আসাম আর অরুণাঞ্চল

কিয়ে গেলং চাদিগাং।

১৯৬০ অর গদা আন

বাঝেই নেজেইয়ে সে সুখকানি,

আজার সুগে এলং আমি

বাঝেই নেজেইয়ে সেই সুখকানি।

 

বাংলা ভাষান্তর: অমৃক খীসা 

 

তোমার আর আমার দেখা হয়েছিল মনে আছে

মারিশার লঞ্চে

তখন তুমি মুচকি মুচকি হাসতে থাকতে

একটুখানি আমি তোমাকে দেখলেই

 

ক্ষণিক পরে কাঠঠোলি মাঠে

কথা হলো দুজনের/তোমার আমার

বুঝিয়ে দিলাম এই পানির নিচে

জায়গা গুলো ছিল মোদের

কাপ্তাইবাদের পানি

ভাসিয়ে নিয়েছে সেই সুখগুলো

হাজার সুখে ছিলাম আমরা

ভাসিয়ে নিয়েছে সেই সুখগুলো

 

কেউ গেছে থেগা কূলে কেউ গেছে মিজোরাম

ত্রিপুরা আসাম আর অরুণাচল

কেউ গেলাম চট্টগ্রাম

১৯৬০ সালের বাঁধের পানি

ভাসিয়ে নিয়েছে সেই সুখগুলো

হাজার সুখে ছিলাম মোরা

ভাসিয়ে নিয়েছে সেই সুখগুলো

 

পাদটীকা: থেগা একটি নদী

তারিখ: ফেব্রুয়ারি ২৮, ২০২৫

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse