অজপাড়াগাঁ
আতিদ তূর্য
গভীর এক অজপাড়াগাঁর রাত।
অমাবস্যার কালো জরায়ুতে ঢুকে পড়েছে গাছপালা, ঘরবাড়ি, গোয়ালের গরু-বাছুর।
পাশের বাঁশঝাড়ে বাতাসের হুটোপুটি,
ভৌতিক পরিবেশের বার্তা বয়ে আনছে।
ঠিক এমন সময় কিশোরী মেয়ের ডাক এসেছে প্রকৃতি থেকে।
ঘুমঘুম চোখে একহাতে চাপকল আর অন্য হাতে ভরে নিচ্ছে খালি বদনা।
পাশেই জ্বলছে বাতাসের সাথে সংগ্রাম করে টিকে থাকা নিভুনিভু হারিকেন।
ওত পেতে থাকা একটি কায়া,
জন্ম দেবে কাল চাঞ্চল্যকর ঘটনার।
তারিখ: নভেম্বর ৮, ২০২১



AstuteHorse