স্পর্ধা
হোসাইন সোহাগ
তুমি তো জানোই, তুমি আমাকে পাবে না
আমিও কোনোদিনই পাবো না তোমাকে।
আজ তুমি-আমি-তুমি কাছে-দূরে-কাছে
কাল যদি তার কিছু থাকে বা না থাকে,
আমরা হারিয়ে যাই সময়ের স্রোতে;
মুছে যায় আমাদের প্রেম, পরিচয়—
আলোর আঁধার চিরে মায়াবিনী মুখ
জুড়িয়ে পিপাসী চোখ দেখাটি না হয়।
তবু শুনে যাও রাই জনমের চাওয়া
সুদীর্ঘ জীবনের কোনো একদিন—
প্রসারিত বাহুডোরে যেনো হয় পাওয়া
উষ্ণ আলিঙ্গন– ঠোঁটে চুমুঋণ।
সেদিন মৃত্যু এলে ঝেড়ে মুছে ডর
মৃত্যুকে বলে দেবো– প্রেমিক অমর।
° ২৭.০৭.২০২১
তারিখ: নভেম্বর ৮, ২০২১



AstuteHorse