এক ডজন অণুকবিতা

সকাল আসে, রোদের লাশে, জমিন বুকে রুই

বোরো আমন হাতড়ে দেখি, আগাছা জুড়ে তুই!

প্রিয়া আমার জাতের মেয়ে বিরহ-বালা মেঘ

নদী রাখে চোখে, পাহাড় রাখে বুকে-আকাশছেঁড়া আবেগ

আর বিকল হয়ে যাওয়া সমুদ্র আটকে পড়েছে বরফ ঘরে

একাকী ঢেউ সাইকেল চালিয়ে ফিরছে চোখের সড়ক ধরে

বাতাস হলো পাওনাদার

দেনায় কাদামাটি

প্রেম তবে ভেজাল পণ্য

বিরহ খুব খাঁটি

আমি কোনো থালাচ্যুত ভাত

হালিকের ঠোঁটে হয়েছি কুপোকাত

এইখানে জীবন ঘাসঘুঘুর ত্রস্ত বিচরণ, হৃদপিণ্ডের সংশয়,

আর রূপালি মোহের বুদবুদ।।

এইখানে ধুলোদের উলঙ্গ ইশকুলে তারাদের কলরব, মরমী সুর,

আর জীবন খুব অদ্ভুত!!

ডুবতে ডুবতে ‘ভাসো’ সুগহীন-অন্ধ নদীর বুকে

হে সুখী প্রেমিক ঢেউয়ের কারাগারে যাও ঢুকে

তোমার বুকে মুখ ডুবিয়ে পাই কবরের ঘ্রাণ

প্রেম হলো পাওনাদার ঘৃণা তার প্রাণ

ভোরগুলি কেবল কবিতা যা আলোতে হয় লেখা

বাক্যের পোশাক খুললেই হাবা শব্দকে যায় দেখা

১০

তুমি যদি মাটি হতে, আমি হতাম বীজধান

ধানের বুকের কাছে বুনো হালিক গাইতো গান

১১

তোকে আমি ছোঁবো বলে বৃষ্টি হয়ে ঝরি ভূমিতে

বিরহের পোশাক পরা মন প্রেমের কাদায় চুমিতে

১২

আমি সে মুছে যাওয়া নদী,

বুকে ধুলো চর, চোখ ছলছল

এসো, আমাকে মাছের গল্প বলো

 

 

 

 

 

 

 

তারিখ: নভেম্বর ৯, ২০২১

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse