আমার ভাগ দেবো তোমাকে

পাখা ঝাপটায় আকাশে;আকাশ আমার শূন্য করে

খাঁচায় বন্দি করিনি; উড়তে দিয়েছি গালিচা পেতে

খোলা রেখেছি হৃদয়; যেন প্রতি পৃষ্ঠা ছুঁতে পারে

খোলা রেখেছি কপাট যদি মন চায় উড়ে যেতে

 

সাধ্য ছিল যা আমার বন্ধক দিয়েছি তল্পিসহ

পুড়িয়েছি রোজ রোজ লালিত স্বপন হৃদয়ের

ডানা যদি ক্লান্তি পায় তবে দিলাম আমার গৃহ

কামনায় টান পেলে মিটিয়ো আবেগ যৌবনের

 

উলঙ্গ বাসনা পেলে ঝাঁপ দেবো বরফে-আগুনে

যদি কৃপণতা পায় ডুব দেবো সাগরে-সিন্দুকে

ও আকাশে কত সূর্য! তবুও ঈর্ষা জ্বলবে না মনে

ও আকাশের জৌলুসে আমার ভাগ দেবো তোমাকে

 

শুধু দেখব চোখ মেলে কতদূর ডানা মেলা যায়

শুধু শুনব কান পেতে শিৎকারে কত আনন্দ পায়।

তারিখ: নভেম্বর ৯, ২০২১

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse